বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে আবুল কাশেমকে সভাপতি ও ফেরদৌস আলম চৌধুরিকে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর দোহার নাজমার রমনা রেস্তুরায় বৃহস্পতিবার সাবেক সভাপতি প্রকৌশলী শামস্ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক আরিফুল রহমানের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা কামাল ও নূর সালাম ফিলিপস।
বিভিন্ন সংগঠন থেকে আগত অতিথি বক্তাদের মধ্যে রয়েছেন, জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা সমিতির সভাপতি মো: শাহ আলম, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক মানিক হোসেন, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজুল ওয়াহিদ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন