মালয়েশিয়ায় শুক্রবার উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। শাস্ত্রমতে, মহানবমীতে দেবী দুর্গার দুষ্টের দমন বা অশুভকে বিনাশ করার শক্তির আরাধনা করা হয়।
এ উপলক্ষে শুক্রবার কুয়ালালামপুর ব্রিকফিল্ড শ্বামী বিবেকানন্দ আশ্রমে রাত ৮টায় এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশি ও বাংলাভাসী আভিযান দুর্গা পূজা উদযাপন কমিটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মুহ: শহীদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার বলেন, কোনো একক ধর্ম নয়, বরং সকল ধর্মের অনুসারীদের নিয়ে গড়ে তুলতে হবে ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৌহার্দ্যপূর্ণ সমাজ। যেখানে সকল ধর্মের লোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং প্রধান ধনঞ্জয় কুমার দাস, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপংকর মন্ডল, এ্যাডভাইজার ডা: শংকর চন্দ্র পোদ্দার, ভাইস চেয়ারম্যান ড: সমির পাল, জেনারেল সেক্রেটারি সত্যশিষ সানিয়েল সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন