অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার আওয়ামী লীগ, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগ এবং অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আনন্দমুখর পরিবেশে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন আয়োজক তিন সংগঠনের নেতা-কর্মীরা। জন্মদিনের অনুষ্ঠানে অস্ট্রেলিয়া পোস্ট কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রকাশিত ডাকটিকেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে ডাকটিকেট অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ উপহার।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় জন্মদিনের এই মহতী আয়োজনে টেলিফোনে ক্যানবেরা থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য কামরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা নূহ আলম লেনিন, জার্মানী থেকে সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, আমেরিকা থেকে সর্বইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আলী খান এবং ঢাকা থেকে বেসরকারী উন্নয়ন কর্মকর্তা সায়েদুল আরেফিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, সহ-সভাপতি এমদাদ হক, সহ-সভাপতি ব্যারিস্টার ও সলিসিটার নির্মাল্য তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক রকিবউদ্দিন,আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মুনীর হোসেন, ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান ভুট্টো, সাংস্কৃতিক সম্পাদক আইভি রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সামান্থা হক, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক, আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, আওয়ামী লীগের যুবলীগের সহসভাপতি ওমর ফারুক পলাশ, আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন কাদির, আওয়ামী লীগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ হিমেল, কার্যকরী সদস্য আমিনুল ইসলাম রুবেল, আরিফুর রহমান, শাহিন মালিক, নাফিসা মালিক নীপা, সৈয়দ সাকিব প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে অস্ট্রেলিয়া পোস্টের ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার উপর বিশেষ ডাকটিকেট প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদের সার্বিক সহযোগিতায়, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের তত্ত্বাবধানে এবং নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিনের পরিকল্পনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনার উপর ডাকটিকেটদ্বয় প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল