কাতার প্রবাসী মোঃ জহুর উদ্দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৪৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বুধবার সকালে হামাদ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভূগছিলেন। পরিবারের স্বচ্ছতা আনতে ২৫ বছর পূর্বে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন।
জানা যায়, তিনি মৌলভীবাজার জেলার কামারচাক থানার মৌলভীচক গ্রামের বাসিন্দা জাফর উল্লাহ সন্তান। নিহতের স্ত্রী ও তাদের তিন সন্তান রয়েছে। তিনি কাতারে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
বর্তমান নিহতের মরদেহ হামাদ হাসপাতাল মর্গে রয়েছে। কোম্পানি থেকে ক্ষতিপূরণ ও আইনি প্রক্রিয়া শেষ হলেই দ্রুত লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তার নিকট আত্মীয় কাতার প্রবাসী শাহাজান আলী রাজু ও শেখ ফারুক আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন