জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস।
বৃহস্পতিবার সকালে বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। পরে ৫২'র ভাষা আন্দোলনে সেই সব সংগ্রামী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনান রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জার্মান আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ বিশিষ্ঠজনেরা। এ সময় বক্তারা ভাষা আন্দোলনে দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যসহ ভাষার মান রক্ষা ও জার্মান ও বাংলাদেশের সাথে সংস্কৃতিসহ আরও বিভিন্ন বিষয়ে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্যে শোক প্রকাশ করা হয়। পরে শহীদদের জন্যে দোয়া কামনা ও নীরবতা পালনের মাধ্যমে করে দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ