ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা। বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক মো. মওদুদ মোল্লা ,আনিসুর রহমান রিপন, এম এইচ জুয়েল, আনোয়ার শুভ, ইলিয়াস হোসেন শান্তসহ আরও অনেকে।
পরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একুশের আলোচনা সভায়ও অংশ নেন ছাত্রলীগ নেতারা ।
বিডি প্রতিদিন/ফারজানা