নানা আয়োজনের মধ্য দিয়ে তুরস্কের আঙ্কারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি'র প্রথম প্রহরে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী'র নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন এবং অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী'র বাণী পাঠ করে শোনানো হয়।
বাণী পাঠের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের নিয়ে বিভিন্ন স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে শহীদদের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে তুরস্ক সফররত সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত