কাতারে বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী দোহার নিউ জামান রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সদস্য সচিব মোঃ লিমন শাহ এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদ। অনুষ্ঠান শুরুতেই মহান জাতীয় সংগীত ও ভাষা শহীদদের স্মরণ ও ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আওয়ামী যুব পরিবারের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন চৌধুরী, আবু সাঈদ চৌধুরী লিপু, সাইফুল ইসলাম, সুয়েব আহমদ, জয়নাল আবেদীন, দীপক মল্লিক।
আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ ইব্রাহীম, মোঃ হাকিম, নাহিদ শিপার শিমু কামরুল বখত, হাফিজ জুবের আহমদ, কায়েছ আহমেদ, আলী আশরাফ তারা, শাহাবুদ্দিন আহমদ, আনহার আনু, সায়মন আজাদ তালুকদার, এমাদুল ইসলাম, শাহ আলম, জুবেল আহমদ ইনু, মশহুদ আহমদ, আব্দুল আহাদ, জোবায়ের আহমদ রনি, এলেমান আহমদ, আব্দুল আলীম, কিবরিয়া আহমদ কামরান, নাজির আহমদসহ অনেকে।
ঐতিহাসিক ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বজায় রেখে চলার আহ্বান জানিয়ে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ