নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ২৫ মার্চ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো গণহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তার বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে নৃশংসতম গণহত্যা চালিয়েছিল তা সবিস্তারে আলোচনা করেন।
তিনি বলেন, জাতির পিতার সম্মোহনী নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি সবাইকে জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠান শেষে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা কওে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা