সামাজিক যোগাযোগমাধ্যম মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ছবি ভাইরাল হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চোখ। কুয়ালালামপুরের এমআরটি নির্মাণ সাইট থেকে আবেদিন মুং নামের এক আলোকচিত্রী ছবিগুলো তুলেছিলেন।
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, সে খুবই লাজুক। সে সত্যিই জানে না কোথা তাকাতে হয়। আমি তাকে বহুবার ক্যামেরার দিকে তাকাতে বলেছি। অনেকগুলো ছবিই ভালো আসেনি। যখন সে সত্যিই ক্যামেরার দিকে তাকাল আমি আমার কাঙ্খিত মুহূর্তটি ধারণ করতে পারলাম। মানুষটি সুন্দর না?
আবেদিন মুং আরও জানিয়েছেন, বাংলাদেশি সেই শ্রমিকের নাম ইরফান মালিক। তার চেহারার মতোই সে সুন্দর। তবে ছবি জনপ্রিয় হওয়া ভালোই বিপদে পড়েছে ইরফান। লোকজন সবাই তার সঙ্গে ছবি তুলতে চাইছে!
বিডি প্রতিদিন/ফারজানা