ইতালির রোমে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে ইতালিস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। রোমের তরপিনাতারা সুন্দরবন রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভা ও দোয়া মিলাদে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন সিকদার।
তরপিনাতারা সুন্দরবন রেষ্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় সাধারন সম্পাদক বদরুজ্জামান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন হেকমত আলী সুজন, ঈসা খান, আহসান সর্দার, অহিদুল ইসলাম, শাহিন সুলতানা,আঃ জব্বারসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশের মানচিত্র পেতাম না। আমরা বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের যারা বেঁচে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করি।
বক্তারা আরও বলেন, যে মাটিতে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহন করেছে সেই গোপালগঞ্জ বাসী হিসাবে আমরা গর্ববোধ করি। বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশের মানচিত্র পেতাম না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর