৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কুয়ালালামপুরের হোটেল রেনেসাঁস এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহ. শহীদুল ইসলাম ও তার স্ত্রী শাহনাজ ইসলাম দূতাবাসের পক্ষে এ অভ্যর্থনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সরকারের হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্টের ডেপুটি মিনিস্টার দাতু রাজা কামারুল বাহারিন শাহ ইবনে রাজা আহমাদ বাহারুদ্দিন শাহ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অব সিনেটর দাতুক হাজী আব্দ হালিম বিন আব্দুস সামাদ ও ডেপুটি স্পিকার দাতু হাজী মোহাম্মদ রাশিদ বিন হাসনুন।
দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মিলিতভাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কেক কাটেন হাইকমিশনারসহ অনুষ্ঠানের প্রধান অতিথি।
পরে প্রধান অতিথি দাতু রাজা কামারুল বাহারিন শাহ ইবনে রাজা আহমাদ বাহারুদ্দিন শাহ'র হাতে নৌকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন হাইকমিশনার মুহ. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়া বসবাসরত সকল বাংলাদেশিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রায় ৫০টি দেশের কূটনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব কনস্যুলার মো. মাসুদ হোসাইন, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব বাণিজ্য মো. রাজিবুল আহসান, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াসমিন, শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পেনাং বাংলাদেশ হাইকমিশনের কনসাল জেনারেল দাতু ইসমাইল হোসেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি (প্রস্তাবিত) মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ, মালয়েশিয়া যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য কবি আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, নূর মোহাম্মদ ভুঁইয়া, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল, সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদারসহ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম