স্বাধীনতা দিবস উপলক্ষে ইতলির রোমে নোয়াখালী জেলা সমিতাির আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।রোমের তরপিনাতারা গতকাল স্পাইস অব রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলী হায়দার।
নোয়াখালী জেলা সমিতির সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে ও বৃহত্তর নোয়াখালী যুব সংঘের সভাপতি ওমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি আ. রাজ্জাক, নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, ইতালি বিএনপির উপদেষ্টা শামীমুজ্জামান, বাংলাদশ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবুল।
এসময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি রেজাউল হক মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, নোয়াখালী যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শিমুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, নোয়াখালী বাংকার সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল এহসান মিনু, ফেনী জেলা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক খান রবিন, জালাল আহমেদ, ফারুক হোসেন, আহসান হাবিব, সাইফুল ইসলাম বিটু প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৯/আরাফাত