সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি কে এইচ আল-আমীন।
এ সময় তার অসুস্থতায় গোটা দেশ এবং প্রবাসীরা তার জন্য যেভাবে দোয়া করেছে তা শুনে আপ্লুত হয়েছেন ওবায়দুল কাদের। তাই দেশবাসীসহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পূর্ণ সুস্থতার জন্য আরও দোয়া চেয়েছেন ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভীর সাথে কথা বলেন ফয়সাল আজাদ।
অধ্যাপক রিজভী জানান, ওবায়দুল কাদের ভালো আছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তার আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
ফয়সাল আজাদ সেখানে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের সাথে তার চিকিৎসার বিষয়ে আলোচনা করেন এবং সর্ব শক্তিমান আল্লাহর কাছে আশু রোগমুক্তি কামনা করেন।
এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তা, যুবলীগ সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগ সিঙ্গাপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত রাসেল চৌধুরীসহ ওবায়দুল কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম