জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়, ভিয়া রিকাসলি ১৫ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল, ইতালির চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. আলী হোসেন, ডিরেক্টর মানস মিত্র, (রোমে নিযুক্ত বাংলাদেশ এম্বাসীর ইকোনোমিক কাউন্সিলর), কোম্পানির কমার্শিয়ালিস্ট রোবার্তো সারাসিনি, বোর্ড অব স্ট্যাটিউটরি অডিটরস-এর চেয়ারম্যান ড. পাওলা লুরেট্টি ও অন্যান্য মেম্বারগণ, কোম্পানির ইউনিক লিগ্যাল অডিটর রেরনাবেই মার্কো প্রমুখ এবং কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ২০১৮ সালের ব্যালান্স শীট (স্থিতি পত্র) সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভা সমাপ্তির পর চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং গ্রাহক সেবা উন্নয়নের নিমিত্তে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। শাখায় আগত এবং নিকটবর্তী গ্রাহকগণের সাথে মত মিনিময় করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম