অস্ট্রেলিয়ায় একটা অনুষ্ঠানে যোগ দিতে আসা বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসারকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সিডনিতে এসে পৌঁছালে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে এ সংবর্ধনা দেন।
স্বস্তিক মালয়শিয়ার একটি বিমানে করে সিডনিতে এসেছেন আবু কাউসার। তিনি সাত দিন অস্ট্রেলিয়াতে থাকবেন বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল ইসলাম এবং প্রধান উপদেষ্টা গামা কাদির ফুলের তোড়া দিয়ে প্রথমে স্বাগতম জানান, পরে অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকারিয়া আল মামুন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলি শিকদার, সিডনি আওয়ামী লীগ সভাপতি গাউসুল আলাম শাহাজাদা, ছাত্রলীগ অস্ট্রেলিয়ার শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সেক্রেটারি চৌধুরী মিকু, মিল্টন ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান।
বঙ্গবন্ধুর আদর্শ প্রবাসে ধারণ করে বাংলাদেশের জন্য কাজ করে যাওয়াতে ধন্যবাদ জানান স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম