ইতালির রোম প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন একতা ব্যবসায়ী সমিতি আত্মপ্রকাশ করেছে। রোমের তুসকোলনার একটি হল রুমে প্রায় দুই শতাধিক ব্যবসায়ীদের সমন্বয়ে গত ১ মে এই সংগঠন আত্মপ্রকাশ করে।
একতা ব্যবসায়ী সমিতির সভাপতি পদে এম এমারত হোসেন, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রধান উপদেষ্টা কাজী আল মামুনের নাম ঘোষণা করা হয়। কমিটির অনন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক মাতাব্বর, সহ-সভাপতি নুরুল ইসলাম মাতাব্বর, খোরশেদ আলম, মো. শাহ আলম, রাশেদ চৌধুরী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. আতিক, মাসুদ মোড়ল, মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারব হোসেন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, সোয়েব হোসাইন, ইব্রাহিম মোল্লা, কোষাধ্যক্ষ হাফেজ আহাম্মেদ, সহ-কোষাধ্যক্ষ মিয়া আয়ান (হুমায়ন মোল্লা), প্রচার সম্পাদক রনি গোমেজ, দপ্তর সম্পাদক আঃ করিম, মিডিয়া বিষয়ক কর্মকর্তা বাবু ফকির।
কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন আলমগীর কবির, নুরুল আবছার, জীবন হক কানন, শাহজাহান হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, মো. জহির আহমেদ, মো. সামসুল হক, আহমেদ নুর, কামরুজ্জামান কমল, মো. নাহিদ মাতাব্বর, মো. মোজাম্মেল হক, আঃ মান্নান, মো. রফিক আহমেদ, মো. আবু নাঈম, মো. সেলিম বেপারী।
নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংলাদেশ ব্যাংকার ব্যবসায়ী সমিতি, ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, তুসকোলনা সমাজ কল্যাণ সমিতি, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন।
নব নির্বাচিত নেতৃবৃন্দ বলেন, আমরা চেষ্টা করব মানবতার সেবায় কাজ করতে। প্রবাসের মাটিতে এক জন আরেক জনের পাশে দাঁড়াবে এই সংগঠনের মাধ্যমে।
বিডি প্রতিদিন/ফারজানা