স্পেনের মাদ্রিদে বিশ্বময় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ২ মে রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
এসময় বক্তারা বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‘কানেক্ট বাংলাদেশ’ এর স্পেন শাখার সমন্বয়ক মামুনূর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন ‘কানেক্ট বাংলাদেশ’ এর কেন্দ্রীয় সমন্বয়ক আফসার হোসেন নিলু।
তিনি বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কোন কোন ক্ষেত্রে কী কী কাজ করা প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রবাসীদের নিয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখার চেষ্টা করছে কানেক্ট বাংলাদেশ। পাশাপাশি প্রবাসীদের উদ্ভুত নানা সমস্যা সমাধানেও চেষ্টা করে যাচ্ছে এ সংগঠনটি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন পংকি, ‘কানেক্ট বাংলাদেশ’ এর স্পেনের সমন্বয়ক খায়রুজ্জামান জামান, এনটিভি প্রতিনিধি সেলিম আলম, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, জসিম উদ্দিন লস্কর, ইমরান মাহমুদ, ইব্রাহিম আলী, লিয়াকত আলী প্রমূখ।
আলোচনা শেষে ‘কানেক্ট বাংলাদেশ’ এর কার্যক্রম স্পেনে আরো গতিশীল করার জন্য কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন পঙ্কী ও সাংবাদিক কবির আল মাহমুদকে নতুন সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় ও প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ২০১৬ সালের ২৯ এপ্রিল ফ্রান্সের প্যারিসে সম্মেলনের মাধ্যমে ‘কানেক্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল