বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কেন্দ্রীয় আহবায়ক কমিটি ও ৭৪টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোট গ্রহণের মধ্যদিয়ে গত শুক্রবার কাতারে ১০ বছর পর অনুষ্ঠিত হল ধানসিঁড়ি বিএনপির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হলেন মো: আবু ছায়েদ। তিনি ৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল হক পেয়েছেন ৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শরিফুল হক সাজু আর সাংগঠনিক সম্পাদক পদে সালেহ আহমদ খোকন ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ভূঁইয়া পেয়েছেন ৫৮ ভোট।
শুক্রবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত একটানা ভোট চলে।১৬৫ জন ভোটারের মধ্যে কাতারে অবস্থান করা ১৪৩ জন ভোটারই ভোট প্রয়োগ করেন। দেশে ভোট দিতে না পারার যন্ত্রণা যেন অনেকটাই লাঘব হয়েছে নির্ভেজাল ভোট গ্রহণ প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে।
রাত এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিক ও ভোটারদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সাথে ছিলেন কমিশনার জয়নাল আবেদিন ও ইঞ্জিনিয়ার মো: আলিম উদ্দিন। পরাজিত সভাপতি প্রার্থী শহিদুল হক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বিজয়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আলিঙ্গনের মাধ্যমে অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর