কাতারে মাইজার ম্যাশ ক্লাব আয়োজিত তিন মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কাতারের কিউবিসি ক্লাবকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার টিম ঝিঁঝিঁপোকা চ্যাম্পিয়ন হয়।
ক্লাবের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আশিকুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন- ওমর ফারুক চৌধুরী, জসিম উদ্দিন দুলাল, সোহরাব হোসেন, জাকির হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, রাজ রাজিব, মানিক হোসেন, ওমর শরীফ টিটু, শরিয়ত উল্লাহ সবুজ প্রমুখ।
তিন মাসব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে স্বেচ্ছায় সহযোগিতা করেন সোহেল মোহন আতিক আলামিন, পারভেজ সাদ্দাম, রুহুল আমিন তৌহিদসহ অন্যান্যরা।
প্রবাসের মাটিতে সুন্দর একটি খেলা উপহার দেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম