সিয়াম সাধনার মাস রমজান। প্রবাসের মাটিতে মাহে রমজানে আয়োজন থাকে ব্যাপক। রোমের মসজিদগুলোতে প্রতিদিন কোন না কোন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মিলাদের।
প্রথম রমজানে পিয়েচ্ছা ভিত্তোরিও সংলগ্ন ভিয়া বিক্সিও মসজিদ এ বাইতুর রহমান এ ইফতার ও দোয়া মিলাদের আয়োজন করে রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম ঢালীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ঢালী আবাসিক হোটেল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনি, হাজী সাইদ মাঝি, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ আরো অনেকে।
ইফতারপূর্বক দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদ বাইতুর রহমান এর পেশ ইমাম মাওলানা ইসরাফিল।
বিডি প্রতিদিন/হিমেল