বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি।
পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে সফররত বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার।
পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ হোসেন খানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ডাক্তার এ কে এম গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, পূর্বাঞ্চল কেন্দ্রীয় জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন চৌধুরী।
এসময় পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন খান তারেক, জিয়াউর রহমান, দফতর সম্পাদক শাহীনুর, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মেরাজ, রিয়াদ মহানগর বিএনপির সদস্য সচিব সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লাসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম