বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত দল মাইলস তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে উত্তর আমেরিকার বিভিন্ন প্রদেশে সঙ্গীত পরিবেশন করছে। এরই অংশ হিসেবে কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে এক মনোঞ্জ কনসার্টের আয়োজন করে।
কনসার্টের শুরুতেই মাইলস তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নিলা তুমি কি জানো না, শেষ বিকেলের আলোতে, চাঁদ তারা সূর্য নও তুমি, কি যাদু, আর কতোকাল খুঁজবো তোমায়, ধিকি ধিকি আগুন জ্বলে, ফিরিয়ে দাও আমার এ প্রেম তুমি- কিংবদন্তী জনপ্রিয় এসকল সঙ্গীত পরিবেশন করে ক্যালগেরির দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন।
মাইলস ইন ক্যালগেরি টিম নামে একটি সংগঠনের আমন্ত্রণে তারা এখানে সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য। এ কনসার্টের সকল অর্থ আলবাট্রা ক্যানসার ফাউন্ডেশনকে দেয়া হবে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ