সৌদি আররের রাজধানী রিয়াদে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে “ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গঠনে শিক্ষকের ভূমিকা" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রতিষ্ঠানের শিক্ষক মিনলায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা পরিচালনা করেন কিং সাউদ ইউনিভার্সিটির কলেজ অব ফার্মাসির ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মহসিন কাজী, পিএইচডি,এমবিএ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টর্সের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সিগনেটরী মোঃ আবদুল হাকিম, কো-সিগনেটরী ইঞ্জিনিয়ার গোফরান, কালচারাল ডাইরেক্টর সিরাজুল সফিকুল হক সহ কয়েকজন অভিভাবক প্রতিনিধি।
রিসোর্স পার্সন হিসেবে ড. মহসিন কাজী বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একজন আদর্শ শিক্ষক সত্যিকারের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হয়ে শিক্ষার্থীকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে না। আবার অনেক সময় অভিভাবকরাও সঠিক সিদ্ধান্ত নিতেও ব্যর্থ হন। একজন শিক্ষার্থী তার পুরোদিনের গুরত্বপূর্ণ সময়টা শিক্ষকদের সাথে থাকেন। শিক্ষকদের সামনে তার চরিত্র, যোগ্যতা, সক্ষমতার যথার্থরূপ সত্যিকাররূপে ফুটে ওঠে। তাই এই শিক্ষার্থী ভবিষ্যতে কী হতে পারবে এবং কী হওয়া উচিৎ সে বিষয়ে শিক্ষকই যথার্থ পরামর্শ দিতে পারেন। শিক্ষকের পরামর্শ নিয়ে যারা অগ্রসর হয়েছে তারা কখনও অতীতে ঠকেনি এবং ভবিষ্যতেও ঠকতে পারে না।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানের ব্যপারে সিদ্ধান্ত নিতে কখনো শিক্ষকের পরামর্শ নিতে ভুলবেন না।
উল্লেখ্য, বর্তমান স্কুল পরিচালনা বোর্ড অব ডাইরেক্টর্স দায়িত্বভার গ্রহণ করার পর শিক্ষকদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইতিপূর্বে তিনটি কর্মশালার আয়োজন করে। এটি ছিলো চতুর্থ প্রশিক্ষণ কর্মশালা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন