কাতার প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি কাতারের রাজধানী দোহার আল হেলাল দূতাবাস প্রাঙ্গণে এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন প্রশ্নের জবাবে কাতারের চলমান পরিস্থিতি ধরপাকড় প্রসঙ্গে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হয়ে বৈধ কাগজপত্র নিয়ে চলাচলের পাশাপাশি বিভিন্ন অপরাধে না জড়িয়ে প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান রাষ্ট্রদূত।
অন্যান্য সময়ের চেয়ে দূতাবাসের সেবার মান বৃদ্ধির প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইতিমধ্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হটলাইন চালু পাশাপাশি পাসপোর্ট সেবার মান বৃদ্ধিতে বন্ধ দিনেও দূতাবাসে কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সাথে লম্বা লাইনে না দাঁড়িয়ে কোন রকম হয়রানি ছাড়াই ইটিকেট এর মাধ্যমে কনসুলেট সেবা নিচ্ছে।
শুধু তাই নয় বিদেশ আসার পূর্বে ফ্রি নামক ভিসায় কাজের কোন চুক্তিপত্র না থাকায় অল্প সময়ে বেশি টাকা ইনকাম করার প্রবণতা কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। তারপরও বর্তমান সময়ের ধরপাকড়ের ব্যাপারে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। তাই বৈধ কাগজপত্র সাথে নিয়ে চলাচলের পাশাপাশি যে কোন সমস্যা সমাধানের জন্য দূতাবাসের হট লাইন 33662000 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক, প্রকৌশলী আব্দুল্লাহ আল মানুন, ইসমাইল মিয়া,প্রকৌশলী আলিম উদ্দিন,মুক্তিযোদ্ধা খালেকুর রহমান, কফিল উদ্দিন, নজরুল ইসলাম, লোকমান হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর তুলে ধরেন দূতাবাসের শ্রম সচিব রবিউল ইসলাম, প্রথম সচিব পলিটিক্যাল মাহবুবুর রহমান, শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, প্রথম সচিব পাসপোর্ট ভিসা নাজমুল হাসান সোহাগ, তৃতীয় সচিব মিডিয়া উইং মোঃ শাহ আলম ও তৃতীয় সচিব মনিরুজ্জামান চৌধুরী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ