স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি সিঙ্গাপুরে পৌঁছান।
সিঙ্গাপুর পৌঁছালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে স্বাগত জানান সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোস্তাফিজুর রহমান এবং ওয়েলফেয়ার অফিসার মোঃ আল আমিন হোসেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখা ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতারা ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
আগামীকাল সকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চেক আপ করাবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন