দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়, নানা সূচকে ইমার্জিং টাইগারের মতো এগিয়ে চলছে। তিনি নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়নের ওপর আলোকপাত করেন। কমিউনিটি গুলো এক হলে এবং একতার সাথে কাজ করলে কোরিয়ানরা এক প্রাণোচ্ছল বাংলাদেশ দেখবে বলে রাষ্ট্রদূত জানান।
এসময় দূতাবাসের বাণিজ্য উইং (কাউন্সিলর) মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বিনিয়োগের খাত গুলোর বিস্তারিত ব্যাখ্যা দেন। আলোচনা সভায় কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি সামাজিক সংগঠন থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কমিউনিটি প্রতিনিধিরা দূতাবাসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দূতাবাসের চলমান নানা কার্যক্রমের জন্য রাষ্ট্রদূতের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রতিনিধিরা।
এসময় আরও বক্তব্য দেন ডিফেন্স এ্যাটাসি প্রধান এয়ার কমোডর কাজী শফিকুল হাসান। তিনি ডিফেন্স উইংয়ের নানা কার্যক্রম প্রবাসীদের সামনে তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন