সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ২৩ ও ২৪ অক্টোবর এশিয়া কালচার সেন্টার আয়োজিত ‘১ম এশিয়া সাংস্কৃতিক সপ্তাহ ২০১৯’ উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
এশিয়া কালচার ইনস্টিটিউট ও গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক উৎসব সিউল থেকে ২৬৮ কিলোমিটার দুরে গুয়াংজু শহরের এশিয়া কালচার প্লাজাতে অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ০৬টা পর্যন্ত সব সাধারণের জন্য উন্মুক্ত ছিল। ২৩ অক্টোবর তারিখে অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনসমূহের প্রতিনিধিগণের উপস্থিতিতে, এশিয়া কালচার সেন্টার এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব লি জিন-শিক (Lee Jin-sik) এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের জন্য নির্ধারিত স্টলে বিভিন্ন ধরনের স্বদেশীয় হস্তশিল্প যেমন ঐতিহ্যবাহী পাটজাতদ্রব্য, নকশীকাঁথা, কাঠের পুতুল, বাঁশী, হাতপাখা, অলঙ্কার ইত্যাদি প্রদর্শন করা হয়। সেই সাথে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ এবং পর্যটন সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয় যা দশনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে। এছাড়া, দূতাবাসের সংগীত পরিবেশনা উপস্থিত সংগীতপ্রেমীদের নিকট প্রশংসিত হয়।
সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত গুয়াংজু শহরে বাংলাদেশ দূতাবাসের এই সরব উপস্থিতি স্বাগতিক দেশে ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে আরো বিস্তারিতভাবে তুলে ধরার ক্ষেত্রে সহায়ক হবে। সেই সাথে স্থানীয় প্রশাসনসহ ব্যবসা এবং বিনিয়োগ প্রতিষ্ঠানসমূহের সাথে আন্ত:সংযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ