বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার অবস্থা খুবই গুরুতর। তিনি এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে মেমরিয়্যাল স্টোন ক্যাটারিং ক্যান্সার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সপ্তাহ তিনেক আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেয়া হয়।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস মসজিদে খোকার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল কালামের নেতৃত্বে এ মাহফিলে ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ সালাম, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে, খোকার অবস্থার অবনতির সংবাদে বিএনপি পরিবারের অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর রাখছেন। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না। সেজন্যে কয়েকদিন আগে তাকে ওই হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর খোকার শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী খোকার অবস্থার আরও অবনতি ঘটেছে। হাসপাতালে তার স্বজনেরা ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।
বুধবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খোকার সবশেষ অবস্থার খোঁজ-খবর নেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনিসহ নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা খোকার আরোগ্যে সকলের দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম