গ্রীসের রাজধানী এথেন্সে মঙ্গলবার হোটেল প্রেসিডেন্ট মিলনায়তনে জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার আমন্ত্রণে বিশ্ব সিলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ সময় দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির হাতে স্মারকলিপি প্রদান করেন ইউরো বাংলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জাবের আহমদ।
পররাষ্ট্রমন্ত্রী স্মারকলিপির জবাবে বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির কাছে স্মারকলিপিটি পৌঁছে দেয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বেশ কয়েকজনকে মন্ত্রী করেছেন। এটি সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়। এখনই সময় সিলেটের উন্নয়ন বাস্তবায়ন করা। তাই প্রবাসীদের উচিত সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন