গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম।
মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ বোধ করলে তাকে প্যারিসের শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার হার্টে ব্লক ধরা পড়ে।
শেভরন হাসপাতালে ব্লক অপসারণ করতে না পারার কারণে বুধবার বিকালে অধিকতর উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারযোগে প্যারিস ১৩ এরেজমেন্টে অবস্থিত হৃদরোগের জন্য ইউরোপের সবচেয়ে উন্নত হাসপাতাল পিতিয়ে ছাল পেতরিয়েরে স্থানান্তর করা হয়।
বর্তমানে ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগ (হৃদরোগ ইনস্টিটিউট) এর ১০৬ নম্বর কক্ষে তার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন । তার শারীরিক অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।
জীবন-মৃত্যুর সন্নিকটে থাকা আওয়ামী লীগের এ প্রবীণ নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংবাদিক ফারুক নওয়াজ খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম