বাহরাইনে জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদের স্মরণে শোকসভা ও আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাহরাইনস্থ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ।
বুধবার মানামায় স্থানীয় সময় সাড়ে ৮টায় জারিয়া হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতির বিশেষ অনুরোধে সিনিয়র সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর, প্রধান বক্তা ছিলেন বাহরাইনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন। এছাড়া জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা গোলাম কিবরিয়া, সৌরভ হোসেন, সভাপতি অবিনাশ পাল, সহ-সভাপতি মারুপ হোসেন চান মিয়া, আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজির আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আমির হোসেন,পরিদপুর জনকল্যান পরিষদের সভাপতি সেলিম দড়ি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আল মামুন, প্রবাসী মাদারীপুর একতা সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মাহবুব, আওয়ামী যুবলীগের মানামা মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি সুজন মাতবর, বঙ্গবন্ধু পরিষদ মানামা শাখার জাহাঙ্গীর আলম প্রমূখ।
অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব শুক্কুর মাহমুদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে তার আত্মার শান্তি ও হাবিবুর রহমান সিরাজের রোগ মুক্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ