কুয়েতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নতুন করে দেশটিতে তিন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৮০ জন আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১৫২ জন প্রবাসী বাংলাদেশি, তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।
কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে দুই হাজারে ছুঁই ছুঁই। এখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ সোমবার সর্বশেষ খবর অনুযায়ী এই পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে বিভিন্ন দেশের মোট ১৯৯৫ জন শনাক্ত করেছে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে বিভিন্ন দেশের ৮০ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯৫ জনে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন ১৬১৯ জনের মধ্যে আইসিইউতে আছেন মোট ৩৯ জন তাদের মধ্যে ২৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
দেশটিতে আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬৭ জন। আজ মোট আক্রান্তের মধ্যে ৩ জন বাংলাদেশিসহ আরও আছেন ৪৭ জন ভারতীয়, তিনজন পাকিস্তানি, ৬ জন মিশরীয়, দুইজন ফিলিপিনো, তিনজন নেপালি তিনজন ফিলিস্তিনি, দুইজন সিরিয়ান, অন্যান্য চারজন এবং সাতজন কুয়েতিসহ মোট ৮০ জনকে শনাক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত