মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে আল্লাহর নৈকট্য লাভের রহমত-মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। আগামীকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার আকাশে চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার থেকে দেশটিতে শুরু হবে সিয়াম সাধনার এ মাস।
করোনার প্রাদুর্ভাবের কারণে সারা মালয়েশিয়া এখন লকডাউনের আওতায়। স্থানীয়দের পাশাপাশি কয়েক লাখ বাংলাদেশি প্রবাসীকে এ বছর তারাবিহ আদায় করতে হবে যার যার ঘরে। এ বছর নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়ে বিগত বছরগুলোর মত নেই কোনো জনসমাগম। করোনা প্রাদুর্ভাবের কারণে প্রবাসী বাংলাদেশিরা এখন কর্মহীন। অনেকের হাতেই নেই টাকা পয়সা। প্রবাসীদের বিশাল একটা অংশ ভুগছেন খাদ্য সংকটে। তাই তাদের মাঝে বিরাজ করছে গভীর উৎকণ্ঠা। রমজানে পরিবারের জন্য টাকা পাঠাতে না পারায়ও হতাশ তারা।
প্রায় প্রত্যেক বছরই রাজধানী কুয়ালালামপুরসহ সমগ্র মালয়েশিয়া জুড়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে অনুষ্ঠিত হতো কয়েকশ তারাবিহর জামাত। এবার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে তাদের নিজ উদ্যেগে গড়ে উঠা পাঞ্জেগানা মসজিদগুলোতেও জামাতে তারাবিহ হবে না। এ জন্য সবার মন খারাপ। আগত রমজানকে সামনে রেখে প্রায় সকলেরই একটা চাওয়া, রহমত-মাগফিরাত ও নাজাতের এ মাসের উছিলায় মহান প্রভু যেন সমস্ত পৃথিবীর থমকে যাওয়া চাকা আবার ঘুরিয়ে দেন এবং শান্তি ফিরিয়ে দেন।
বিডি প্রতিদিন/ফারজানা