নারী সাংবাদিক, ক্রীড়া লেখক, সাবেক জাতীয় মহিলা দলের ক্রিকেটার মাকসুদা লিসার ভাই আল-ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আমেরিকার নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতাল, ম্যানহাটনে (বাংলাদেশ সময়) মঙ্গলবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি দেন এই বাংলাদেশি প্রবাসী। নিউইয়র্কে তার স্ত্রী ও দুই কন্যাসহ দেশে স্বজন পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাবুল।
মাকসুদা লিসা গণমাধ্যমকে জানান, গলা ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন বাবুল। ভাল হয়ে গিয়েছিলেন। আবার ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুই সপ্তাহের বেশি। গত ৮ এপ্রিল থেকে। মাঝে কিছুটা ভাল অবস্থা ছিল। এরপর অবস্থা খুব খারাপ হয়ে যায়। লাইফ সাপোর্ট এ নেওয়া হয়। কিন্তু তাকে বাঁচিয়ে রাখা গেল না।
তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি লিসা।
১৯৮৭ সালে আমেরিকায় পাড়ি দেন আল- ইসলাম বাবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। নিউইয়র্কের লং আইসল্যান্ড সিটিতে বসবাস করতেন তিনি। তার বাড়ি ঢাকায়। মগবাজারে তার মা-সহ পরিবারের অন্যরা বাস করেন।
বিডি প্রতিদিন/কালাম