করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিচ্ছে সরকার। ইতিমধ্যেই দুই শতাধিক বাংলাদেশি যোগাযোগ করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে। এখন চেষ্টা করা হচ্ছে যাত্রী অনুযায়ী একটি ফ্লাইট চার্টারের।
উল্লেখ্য, ১১ এপ্রিল এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেলকে আটকে পড়া বাংলাদেশিদের তালিকা করতে বলেন।
এসব বাংলাদেশির তালিকা প্রসঙ্গে ২২ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী, সরকারী ঊর্দ্ধতন কর্মকর্তারাও যোগাযোগ করছেন। সকলেই চার্টার করা বিমানের ভাড়া হিস্যা অনুযায়ী দেবেন। আজ পর্যন্ত ২০০ জনের মত নাম লিখিয়েছেন বাংলাদেশে ফেরার জন্যে।
উল্লেখ্য, আটকে পড়া সহস্রাধিক বাংলাদেশির বিস্তারিত তথ্য এ সংবাদদাতাকে দিয়েছেন নিউইয়র্কের খ্যাতনামা এটর্নি মঈন চৌধুরী। তার সাথে অনেকে যোগাযোগ করেছেন দেশে ফেরার আকুতি জানিয়ে।
বিডি প্রতিদিন/ফারজানা