ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ধারনা করা হচ্ছে ১৫০ জনেরও বেশি বাংলাদেশি এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ মৃত্যুবরণ করেছেন মাজেদুল হোসেন নুনু ও নিজাম উদ্দিন।
মাজেদুল হোসেন নুনু কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার (২২ এপ্রিল) নিউপোর্ট রয়েল ঘুয়েন্ট হাসপাতালে ইন্তেকাল করেন। নিউপোর্ট সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলার, শাহ পরান বাংলাদেশী জামে মসজিদের ট্রাস্টি ও নিউপোর্ট আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন তিনি। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার, তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে ।
করোনায় মৃত নিজাম উদ্দিন বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির জয়েন্ট কোষাধ্যক্ষ ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) লন্ডনের একটি হাসপাতালে মারা যান। নিজাম উদ্দিণনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামে। তিনি গত ৫ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ