পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রথম ধাপে প্রাণঘাতী করোনার প্রভাবে কষ্টে থাকা প্রায় তিন শতাধিক প্রবাসীর মাঝে প্রীতি উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি মালয়েশিয়া শাখা।
বৃহস্পতিবার মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শহীদ উল্যাহ শহীদের পক্ষ থেকে কয়েকটি শাখা কমিটির সভাপতি, সেক্রেটারিদের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় মালয়েশিয়ার সকল বিত্তবানদের অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান বিএনপির এ নেতা।
বিডি প্রতিদিন/হিমেল