বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানের বাবা মাওলানা আবদুন নুর মারা গেছেন। রবিবার ভোর রাত দেড়টায় নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে গুড সমরিতান হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের হাসপাতালের উদ্বৃতি দিয়ে জানান, করোনায় আক্রান্ত হয়ে বেশ কদিন ধরেই তিনি ঐ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। একই পরিবারের আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, হেলাল খানও কয়েক সপ্তাহ থেকেই নিউইয়র্কেই রয়েছেন। তিনি তার বাবার আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
এদিকে, আব্দুন নূরের মৃত্যুর সংবাদে গভীর শোক এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল, মাহফুজুল মাওলা নান্নু, যুবদল নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষে সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং সেক্রেটারি কাওসার আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল