কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়। এরমধ্যে বিভিন্ন দেশের ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে ১৩ জন বাংলাদেশি, ৬১ জন ভারতীয়, ২৬ জন মিশরীয়, পাঁচজন পাকিস্তানি, সিরিয়ান, শ্রীলঙ্কান, ইরানি, ফিলিপাইনের ৪ জন করে মোট ১৬ জন। জর্ডান, লেবানন ৩ জন করে মোট ৬ জন। ইয়েমেন ও নেপালি মিলে মোট ৬ জন। অন্যান্য ৬ জন এবং কুয়েতি আক্রান্ত হয়েছে মোট ৭৪ জন সব মিলে ২১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৮ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। ৭ জন ভারতীয় ও ২জন ইরানি নাগরিক এবং ৬ জন স্থানীয় নাগরিক এবং ৫ জন বাংলাদেশি, একজন মিশরীয় এবং ১ জন সুমালী।
সর্বশেষ খবর অনুযায়ী এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২৮০ জন প্রবাসী বাংলাদেশি তাদের মধ্যে মৃত্যুবরণ করেন পাঁচজনের । বর্তমানে আইসিইউতে আছে ৬৪ জন তাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা।
বিডি প্রতিদিন/আরাফাত