করোনাভাইরাস বাহরাইনে এবার হানা দিচ্ছে বাংলাদেশিদের উপর। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাহরাইনে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে বাংলাদেশি ৬৮ জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২১১ বাংলাদেশি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ)র প্রধান নির্বাহী (সিইও) আউসামাহ আল আবসির জানান, বাহরাইনে মোট আক্রান্তের মধ্যে ১৯০৯ জনই অভিবাসী শ্রমিক। প্রথম দিকে এটি অভিবাসীদের উপর ছড়িয়ে না পড়লেও এবার হানা দিচ্ছে অভিবাসী শ্রমিকদের উপর। আশঙ্কাজনক হারে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।
বিডি প্রতিদিন/ফারজানা