বাংলাদেশের স্থপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করছেন বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা রাজধানী মানামায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ হাশেম ও যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাহিদ। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ সমাজের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগের বাহরাইন শাখার সভাপতি অবিনাশ পাল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল দাশ।
এছাড়া উপস্থিত ছিলেন বাহরাইনস্থ আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, আইয়ূব আলী,আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক কালাম দেওয়ান, আব্দুল মতিন, জাতীয় শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিষ্ণু পাদ দেব, প্রচার সম্পাদক রাজু শিকদার, স্থানীয় গুদাইবিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুন্নবী এম এ জাবেদ, মিঠু ও রোবেল হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শেষাংশে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও সকল শহীদ, দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ