ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু, তুরস্কের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বোর্ড (ডেইক)-এর প্রেসিডেন্ট নেইল ওপাক এবং ক্ষমতাসীন দল একেপি’র ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাক এর সাথে বিদায়ী সাক্ষাত করেছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। গত ১ অক্টোবর তাদের সাথে সাক্ষাত হয়
ডেইক-এর প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাতকালে দু’পক্ষ দু’দেশের বেসরকারী খাতে বাণিজ্য ও বিনিয়োগ এর হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, তাঁরা বাংলাদেশে তুরস্কের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবার জন্য এগিয়ে আসবেন। উভয়েই বাণিজ্য বৃদ্ধির জন্য নিয়মিত বাণিজ্য প্রতিনিধি দল বিনিময়ের উপর জোর দেন।
রাষ্ট্রদূত জানান যে, এ বছর থেকে বাংলাদেশ নিয়মিতভাবে তুরস্কের বৃহতম বাণিজ্য মেলা “মুসিয়াদ মেলা”-তে অংশগ্রহণ করবে।
ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামওলু সাথে সাক্ষাতকালে ঢাকা-ইস্তাম্বুলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের উপর উভয়ে গুরুত্বারোপ করেন। উভয় দেশের স্বাধীনতার সংগ্রামের বীরত্বগাঁথা এবং বঙ্গবন্ধু ও আতাতুর্ক এর অবিসংবাদিত নেতৃত্ব প্রসঙ্গে আলাপকালে ইস্তাম্বুল ও ঢাকায় নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয়ে দুই মহান নেতার উপর আলোকপাত করে রচনা প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠানের ব্যাপারে তাঁরা একমত হন। এছাড়া, তাঁরা দুই শহরের মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের উপরও জোর দেন।
একে পার্টির ইস্তাম্বুল প্রধান বায়রাম সেনোজাক-এর সঙ্গে আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক কর্ম-চাঞ্চল্য এবং তারুণ্য নির্ভর উদীয়মান অর্থনীতির উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন।
এর আগে রাষ্ট্রদূত ইস্তাম্বুলে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন প্রক্রিয়ায় অবদান অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল