'নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন'-প্রতিপাদ্যকে সামনে রেখে 'জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০' পালন করেছে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষ্যে উক্ত অনুষ্ঠানে জন্ম নিবন্ধনের অত্যাবশকীয়তা এবং দূতাবাসসমূহে জন্ম নিবন্ধন ও জন্মসনদ প্রদান প্রক্রিয়া সম্পর্কে আলোচনাসহ 'জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০'-এর উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে একজন ব্যক্তির জাতীয়তা নির্ধারনে ও ১৬ টি মৌলিক অধিকার নিশ্চিতকরণে জন্ম নিবন্ধনের ভূমিকার কথা উল্লেখ করেন। সেই সাথে দূতাবাসে জন্ম নিবন্ধন ও জন্মসনদ প্রদান প্রক্রিয়া সম্পর্কে দূতাবাসের কার্যক্রম তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, দূতাবাসের মাধ্যমে বর্তমানে জন্ম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণে বিদেশে প্রতি বছরে জন্মগ্রহণকৃত বাংলাদেশিদের সঠিক সংখ্যা সম্পর্কে তথ্য জানা সম্ভব হচ্ছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে জড়িত।
প্রবাসী বাংলাদেশিদেরকে জন্ম নিবন্ধন প্রক্রিয়ার সুফল সম্পর্কে আরও বেশি সচেতন করবার লক্ষ্যে তিনি দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ