ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে ফ্রান্স প্রবাসীদের জনপ্রিয় সামাজিক সেবা সংঘঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বি সি এফ)।
প্যারিসের রুই তিয়েরে কুরির স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে ফ্রান্সে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফ্রেঞ্চ কারিকুলামে বিএসি ৯ জন, ডিইউটি ২ জন, লাইসেন্স ২ জন, মাস্টার্স ৪ জন, পিএইডি ২ জন, প্রফেশনাল ১ জনসহ মোট ২০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে এ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। ফ্রান্সের জাতীয় সংসদের তিনজন এমপি, অধ্যাপক, আইনজীবী এবং মিউনিসিপ্যাল করপোরেশনের কাউন্সিলরসহ মোট ৯ জন ফরাসি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিসিএফ এক্সিকিউটিভ মেম্বার জহিরুল রানা ও মিষ্টি যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাসি সাংসদ ড্যানিয়েল ওবোনো, ফিওনা লাজার, সাবাইন রুবিন,আইএসএম ইন্টারপ্রেটারিয়েট এর ডিরেক্টর জেনারেল আজিজ তাবুরী,লামান্ডে সাইরিন, মার্সেলা হেন্ডারসন, সেইন্ট ডেনিস ম্যারির ডেপুটি মেয়র রাবিয়া বেরাই ও কাউন্সিলর জুডিথ আমো।
সম্মাননা প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, রানী চৌধুরী, মোহাম্মদ সাইদুর রহমান, তাজকীয়া ইসলাম, সুমাইয়া চৌধুরী, আশরাফুল ইসলাম, এমডি হালিম আবদুল, মেহেদী হাসান তাহমীদ, আবদুল মুহাইমিন শাহ আলম ও মাহী ইফতেখার আহমেদ।
ডিইউটি ও লাইসেন্স শ্রেণিতে উত্তীর্ণ চারজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন শুভ দাস, আসিফ ব্যাপারী, দিয়ান আশরাফুল ও মুস্তাকিম খান।
মাস্টার্স পর্বে উত্তীর্ণ সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন এমডি নাজমুল হাসান, ইসলাম মোহাম্মদ আলাউল, মিথিলা বড়ুয়া ও আকাশ মোহাম্মদ হেলাল।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ে পাসকৃত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ফ্রঁসে আভেক রাব্বানী(ওপিওরা) পরিচালক কৌশিক রাব্বানী খান, আর্টিস্ট আন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সাইফুল, বাংলা অটো ইকোলের হোসাইন সালাম,প্যারিস বাংলা কারি হাউসের স্বত্বাধিকারী সরুফ সোদিওল, বিডি মার্কেটের স্বত্বাধিকারী আইয়ুব হাসান,কাশ্মীর প্যালেসের স্বত্বাধিকারী হাসান মাহমুদ দুলাল, ইউরো বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী আরিফুজ্জামান ইমন, ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপের পরিচালক আবু হাসান, এম সি ইনস্টিটিউট এর পরিচালক বদরুল বিন হারুন, কমিউনিটি ব্যক্তিত্ব ফেরদৌস নয়ন, আশরাফ ইসলাম, আইয়ুব আলী ও মাইকেল সুমন।
বিসিএফ এর পরিচালক এমডি নুর এর স্বাগত বক্তব্যে কমিউনিটিকে সাথে নিয়ে বিসিএফকে আরও বেশী সমাজসেবামূলক কাজে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ফরাসী ভাষায় মোটিভেশনাল স্পীচ দেন আকাশ হেলাল এবং ইন্টিগ্রেশনের ওপর বক্তব্য দেন নয়ন এনকে।
বিসিএফ এর পক্ষ থেকে সংঘঠনটির প্রেসিডেন্ট এমডি নূর, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক ফয়সাল মিয়া। বক্তব্য এবং ক্রেস্ট প্রদানের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে একটি ভিন্নমাত্রায় নিয়ে যান সোমা দাস, তাহসীন কামিল, ইমতিয়াজ রনি। পুঁথি পাঠ করেন নুরুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল