বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার জন্য অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে স্মারকলিপি দেয়া হবে। এ উপলক্ষে গণ-স্বাক্ষর অভিযানে নেমেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা।
এর সেক্রেটারি আব্দুল কাদের মিয়া জানান, জাতির জনকের ঘাতক মিথ্যা তথ্য দিয়ে এসাইলাম পেয়েছে যুক্তরাষ্ট্রে। সেটি গভীরভাবে পর্যালোচনা করছেন ইউএস অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এজন্যে আমরা তাঁকে অভিনন্দন জানিয়েছি। এখন সময় হচ্ছে ঘাতক রাশেদের এসাইলাম বাতিল করে বাংলাদেশের আদালতে সোপর্দ করার।
উল্লেখ্য, ইতিপূর্বে অ্যাটর্নি জেনারেলের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তার এসাইলাম বাতিলের পর বহিষ্কারের জন্যে।
বিডি প্রতিদিন/হিমেল