অস্ট্রেলিয়ায় নবগঠিত বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে গত ৬ জানুয়ারী অভিষেক সভা হয়েছে। এ সভায় বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার নির্মল্য তালুকদার।
এ উপলক্ষে আগামী ২০ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেন তারা। অভিষেক অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ব্যারিস্টার নির্মাল্য তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা এমদাদ হক, মোহাম্মদ মুনীর হোসেন, সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি ডা. লাভলি রহমান, মশিউর রহমান হৃদয়, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, মাকসুদুর রহমান চৌধুরী সুমন, অবনী মাহবুব, কোষাধ্যক্ষ আইভি রহমান, সাংগঠনিক সম্পাদক ড. সাইফুল ইসলাম, অপু সারোয়ার, আলী আশরাফ হিমেল, সাংস্কৃতিক সম্পাদক মাসহুদা জামান ছবি, কার্যকরী সদস্য শাহনেওয়াজ আলো, আকাশ দে। ঢাকা থেকে দিকনির্দেশনামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
নবগঠিত বঙ্গবন্ধুর পরিষদ কমিটির উপদেষ্টা হলেন গামা আব্দুল কাদির, নাসিম সামাদ, এমদাদ হক, আমজাদ খান, মোহাম্মদ মুনীর হোসেন। কমিটির আব্দুল জলিল, সহ-সভাপতি ডা. লাভলি রহমান, ড. খায়রুল চৌধুরী, ফয়সাল মতিন, হোসেন আরজু, মশিউর রহমান হৃদয়।
সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার, সহ-সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান শামীম, মাকসুদুর রহমান চৌধুরী সুমন, মিতা চৌধুরী, অবনী মাহবুব, কোষাধ্যক্ষ: আইভি রহমান, সাংগঠনিক সম্পাদক: ড. সাইফুল ইসলাম, অপু সারোয়ার, আজমল হক পাপ্পু, আলী আশরাফ হিমেল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক: সাদিয়া আফরিন, প্রচার সম্পাদক: মহিউদ্দিন কাদের, সাংস্কৃতিক সম্পাদক: মাসহুদা জামান ছবি, সহ- সাংস্কৃতিক সম্পাদক: সাব্বির চৌধুরী।
এছাড়া সদস্যবৃন্দ ড. নূরুর রহমান খোকন, মো. শফিকুল আলম, ড. কামাল উদ্দিন, ওবায়েদ হক, তারিক বাপ্পী, মুনহেমুল খান, ডা. মো: তারিকুল ইসলাম খান, ডা. কাজি শাহরিয়ার হোসেন, শাহনেওয়াজ আলো, আকাশ দে।
বিডি প্রতিদিন/হিমেল