গ্রীস দূতাবাসে মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন ও সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্থানীয় দূতাবাস আয়োজন করেছিল অনলাইন ভার্চুয়াল জুম মিটিং।
রাষ্ট্রদূত আসুদ আহমেদ এর সভাপতিত্বে দূতালয় প্রধান সুজন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রবাসী কল্যাণমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে আরো যুক্ত হন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ -সভাপতি আহসান উল্লাহ হাসান, আওয়ামীলীগের গ্রীস শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, নান্নু খালাসী, রফিক হাওলাদার, মোখলেসুর রহমানসহ আরো অনেকে।
অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ যুবলীগ গ্রীস শাখার যুগ্ম-আহব্বায়ক রাসেল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খানসহ অনেক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল