সদ্য প্রয়াত সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা বালাগঞ্জের সাংসদ আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির স্মরণে দোয়া মাহফিল করেছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি, কাতার। গতকাল শুক্রবার (১২ মার্চ) কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হাকিম।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল ইসলাম, সহ-সভাপতি সাইকুল ইসলাম,নেয়ামত হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিয়াম খান, নোমান দেলোয়ার, মোহাম্মদ রাজু, আব্দুল মালিক, শায়েক আহমদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জি টিভির কাতার প্রতিনিধি এম, এ সালাম এবং কাতার বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী। পরে মরহুম আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মারুফ আহমেদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত