জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করলো কাতার আওয়ামী লীগ। এ উপলক্ষে গত মঙ্গলবার (১৬ মার্চ) মাইজার তেজারি স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংগঠনিক সম্পাদক রবিনুর ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান মামুন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব আলম শিপন, উপদেষ্টা নাজমুল আলম, কাতার যুবলীগের সভাপতি এম শফিসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ায় এবার বাড়তি আনন্দ যুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত